ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে: অমর্ত্য সেন
(last modified Thu, 27 Jun 2024 11:22:44 GMT )
জুন ২৭, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • অমর্ত্য সেন
    অমর্ত্য সেন

ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, সরকার চাইলেও ভারত হিন্দুরাষ্ট্র হবে না, লোকসভা নির্বাচনের ফলাফলে তা প্রমাণিত হয়েছে। বিরোধী নেতাদের জেলবন্দি করার বিষয়টি নিয়েও মোদি সরকারকে কটাক্ষ করেন তিনি।

গতকাল (বুধবার) সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি বলেন, "ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিকভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করার ধারণাটি যথাযথ ছিল। ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে।"

রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি পরাজিত হয়েছে। এই বিষয়ে অমর্ত্য সেন বলেন, "দেশের আসল পরিচয় মোছার চেষ্টা করা হয়েছিল। এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি করা... ভারতকে 'হিন্দু রাষ্ট্র' হিসেবে তুলে ধরা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশে হওয়া উচিত ছিল না। এটা ভারতকে অবহেলা করার চেষ্টা দেখায়। সত্যিকারের পরিচয় এবং এটি অবশ্যই পরিবর্তিত হবে। ভারতে বেকারত্ব বাড়ছে এবং প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মতো খাতগুলিকে অবহেলা করা হচ্ছে।"

দেশে আর্থ-সামাজিক বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমত্য সেন বলেন, "দেশে ধনীদের ওপর নির্ভরতা বাড়ছে। আর গরীবেরা অবহেলিত হচ্ছে।”

বিনা বিচারে বিরোধীদের জেলবন্দি করা নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অমর্ত্য সেন বলেন, "পরাধীন ভারতে আমার পরিবারের অনেকেই জেল খেঁটেছে। ভাবতাম দেশ স্বাধীন হলে পরিস্থিতি বদল হবে, কিন্তু তা হয়নি।"

অমর্ত্য সেন দাবি করেন, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেরটির 'কপি'। তিনি বলেন, 'সামান্য রদবদল সত্ত্বেও রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা এখনো শক্তিশালী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭