জুন ২৮, ২০২৪ ০৯:৫৬ Asia/Dhaka
  • রায়িসি প্রমাণ করেছেন আমেরিকাকে পরাজিত ও কোণঠাসা করা সম্ভব: কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন ও মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

গতমাসে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের শাহাদাতের ৪০তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ মন্তব্য করেন।

ইরানের মরহুম পররাষ্ট্রমন্ত্রীকে ‘অদম্য ও অক্লান্ত পরিশ্রমী’ হিসেবে উল্লেখ করে কায়ানি বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে একটি নতুন যুগের সূচনা করেছিলেন আমির-আব্দুল্লাহিয়ান। কুদস ফোর্সের কমান্ডার বলেন, রায়িসি ও আব্দুল্লাহিয়ানের কথা ও কাজ প্রমাণ করেছে, ইরান বিশ্বের বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং আমেরিকার মতো পরাশক্তিকে কোণঠাসা করে ফেলতে সক্ষম।

জেনারেল কায়ানি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই দুই ব্যক্তিত্বের প্রচেষ্টা কার্যকর ভূমিকা পালন করেছে এবং তারা শিশু হত্যাকারী ইসরাইল ও যুদ্ধাপরাধী আমেরিকার মোকাবিলায় ইরানকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছেন।  আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তারা প্রমাণ করেছেন, ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব।

ইরানের এই সেনা কমান্ডার বলেন, “মনে রাখতে হবে যে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করার মাধ্যমে যারা সমস্যার সমাধান করতে চায় তারা বীরত্বের সাথে লড়াই করতে চায় না। পক্ষান্তরে কর্তৃত্ব ও শক্তিমত্তার অবস্থান থেকে কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রও তা মানতে বাধ্য হয়।”#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৮

ট্যাগ