পেজেশকিয়ানকে হাসান নাসরুল্লাহর অভিনন্দন
(last modified Sun, 07 Jul 2024 04:24:17 GMT )
জুলাই ০৭, ২০২৪ ১০:২৪ Asia/Dhaka
  • লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নয়া সরকার মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দেয়া অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল শনিবার সকালে ঘোষিত হওয়ার পরপরই মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে তার কাছে পাঠানো এক বার্তায় এ আশা ব্যক্ত করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।  

তিনি বলেন, হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ সংগঠনগুলো ইরানকে তাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মনে করে। ইরানে যে সরকারই ক্ষমতায় আসুক তারা সেই সরকারের কাছ থেকে সমান তালে সহযোগিতা চায়।

প্রতিরোধ ফ্রন্ট তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ। তিনি বলেন, সম্ভাব্য এ বিজয়ের মূল ভিত্তি ও পৃষ্ঠপোষক থাকবে ‘শক্তিশালী’ ইরান।

ইরানের উত্তরাঞ্চলে গত ১৯ মে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শাহাদাতবরণ করেন। এরপর সংবিধান অনুযায়ী, গত ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একক কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ৫ জুলাই দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন।# 

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ