ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ কৌশল আমেরিকাকে হতভম্ব করেছে: হুথি
(last modified Mon, 08 Jul 2024 04:17:07 GMT )
জুলাই ০৮, ২০২৪ ১০:১৭ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ কৌশল আমেরিকাকে হতভম্ব করেছে: হুথি

লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ কৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি।

তিনি বলেছেন, ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধপরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি।

রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা, ব্রিটেন  ও ইসরাইলের মোকাবিলায় ইয়েমেনের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলকে তিনি ‘শয়তানের ত্রিভুজ’ বলে অভিহিত করেন।

ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুথি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে।

এছাড়া, আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হচ্ছে।  তিনি আরও উল্লেখ করেন যে, অনেক দেশ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এবং এমনকি আরব দেশের সাথে সরাসরি সমন্বয়হীনতারও প্রও করেছিল। #

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।