২০টি নতুন স্যাটেলাইট তৈরি করছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i148928-২০টি_নতুন_স্যাটেলাইট_তৈরি_করছে_ইরান
পার্স টুডে: ইরানের মহাকাশ সংস্থার প্রধান ঘোষণা করেছেন, দেশটি বর্তমানে ২০টি নতুন স্যাটেলাইট তৈরি করছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০১, ২০২৫ ১৪:৩৮ Asia/Dhaka
  • ২০টি নতুন স্যাটেলাইট তৈরি করছে ইরান

পার্স টুডে: ইরানের মহাকাশ সংস্থার প্রধান ঘোষণা করেছেন, দেশটি বর্তমানে ২০টি নতুন স্যাটেলাইট তৈরি করছে।

গতকাল (বুধবার) তেহরানে 'ইনোটেক্স ২০২৫' প্রদর্শনীর অবকাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ জানান, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার একটি কনসোর্টিয়াম এই স্যাটেলাইটগুলোর নির্মাণ ও উন্নয়নে কাজ করছে। তিনি দেশের মহাকাশ খাতের বৃহত্তর লক্ষ্য অর্জনে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

দেশীয়ভাবে উৎপাদিত স্যাটেলাইট চিত্রের নিশ্চিত ক্রয়

সালারিয়েহ আরও জানান, ইরান এখন নিজস্ব স্যাটেলাইট থেকে তোলা ছবি নিশ্চিতভাবে ক্রয় করার নীতি গ্রহণ করেছে। এই উদ্যোগে বেসরকারি সংস্থাগুলো সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা মহাকাশভিত্তিক অর্থনীতিকে সহায়তা করার দূরবর্তী সেন্সিং ক্ষেত্রে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে।

মহাকাশ শিল্পে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উপস্থিতি ত্বরান্বিত করা

সাম্প্রতিক বছরগুলোতে দেশের মহাকাশ শিল্পে বেসরকারি খাতের প্রবেশের ক্রমবর্ধমান প্রবণতার কথা উল্লেখ করে ইরানি মহাকাশ সংস্থার প্রধান বলেন: "গত তিন বছরে, মহাকাশ প্রকল্পে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।"#

পার্সটুডে/এমএআর/১