আগামী রোববার ইরানের হজ কর্মকর্তারা সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করবেন
মে ০১, ২০২৫ ১৮:৪৩ Asia/Dhaka
পবিত্র হজকে সামনে রেখে আগামী রোববার ইরানের হজ বিষয়ক কর্মকর্তা, প্রতিনিধি এবং হজযাত্রীদের একটি দল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগামী রোববার (৪ মে) সকালে তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এরপর চলতি মাসেই শ্রমিক ও শিক্ষকরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতি বছরই শ্রমিক ও শিক্ষক দিবস উপলক্ষে শ্রমিক ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন সর্বোচ্চ নেতা।
কিন্তু এ বছর ইরানিদের হজযাত্রার সময় ঘনিয়ে আসায় হজযাত্রী ও হজ বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ আগে অনুষ্ঠিত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ