ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন বাশার আল-আসাদ
(last modified Fri, 26 Jul 2024 08:41:46 GMT )
জুলাই ২৬, ২০২৪ ১৪:৪১ Asia/Dhaka
  • ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক অঘোষিত সফরে মস্কোয় পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনে অনুষ্ঠিত সাক্ষাতে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা ও রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও সিরিয়া উভয় দেশকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে দামেস্ক ও মস্কোর মধ্যে গভীর আস্থা থাকার কারণে দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে দু’দেশই সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে।

সাক্ষাতে পুতিন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে উঠছে; এ অবস্থায় সিরিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করা জরুরি। প্রেসিডেন্ট আসাদ মস্কো সফরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, “বেশ কিছুদিন আমাদের দেখা হয়নি। কাজেই আপনাকে মস্কোয় পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি।”

দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ সম্পর্কে বার্তা সংস্থাগুলো আর কোনো তথ্য জানায়নি। এর আগে রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে। দুই নেতার সে বৈঠকে তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। বিগত দশকে সিরিয়ায় বিদেশি মদদে যে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়েছিল তা দামেস্ক যেসব দেশের সহযোগিতায় পরাভূত করেছিল  রাশিয়া ছিল তাদের অন্যতম।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ