প্যারিস অলিম্পিক: ইসরাইলের ইরানবিরোধী দাবি প্রত্যাখ্যান করল তেহরান
https://parstoday.ir/bn/news/event-i139948-প্যারিস_অলিম্পিক_ইসরাইলের_ইরানবিরোধী_দাবি_প্রত্যাখ্যান_করল_তেহরান
প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া ইসরাইলি ক্রীড়াবিদ ও পর্যটকদের জন্য ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ শক্তিগুলো হুমকি হয়ে দেখা দিয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান ইহুদিবাদী ইসরাইলের এ সংক্রান্ত দাবিকে ‘মিথ্যা ও প্রতারণা’ বলে উল্লেখ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৬, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • প্যারিস অলিম্পিক: ইসরাইলের ইরানবিরোধী দাবি প্রত্যাখ্যান করল তেহরান

প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া ইসরাইলি ক্রীড়াবিদ ও পর্যটকদের জন্য ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ শক্তিগুলো হুমকি হয়ে দেখা দিয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান ইহুদিবাদী ইসরাইলের এ সংক্রান্ত দাবিকে ‘মিথ্যা ও প্রতারণা’ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর নীতিতে সন্ত্রাসী কার্যকলাপের কোনো স্থান নেই। এতে বলা হয়েছে, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে ইরানকে অভিযুক্ত করা যাবে না।

এর আগে ইসরাইলি পরাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ বৃহস্পতিবার তার ফরাসি সমকক্ষ স্টেফান জেরোর্নিকে বলেন, প্যারিস অলিম্পিক চলার সময় ইসরাইলি ক্রীড়াবিদ ও পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। ইরানের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষকে সম্ভাব্য হামলার জন্য দায়ী করেন তিনি।

ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ হুঁশিয়ারি দিলেন যখন সারা বিশ্ব থেকে প্যারিস অলিম্পিকে ইসরাইলি ক্রীড়াবিদদের অংশগ্রহণ করতে না দেয়ার দাবি উঠেছে। বিশ্বের সচেতন মহল বলছেন, গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যা পরিচালনাকারী ইসরাইলের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন, লেবাননে হিজবুল্লাহ ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোসহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ‘প্রতিরোধ অক্ষ’ বলা হয়। ইসরাইলের অবৈধ দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করার লক্ষ্যে ইরান এসব সংগঠনকে নৈতিক সমর্থন দিয়ে থাকে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬