ফিলিস্তিনিদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি
ফিলিস্তিনি বিভিন্ন উপদলের মধ্যে বিভেদ নিরসনে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্যে চীন-মধ্যস্থিত চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান। এটিকে জাতীয় পুনর্মিলন ও ঐকমত্যের দিকে একটি 'মূল্যবান পদক্ষেপ' বলে অভিহিত করেছে তেহরান।
আজ (শুক্রবার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি লিখেছেন,'জাতীয় পুনর্মিলন এবং ঐক্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে বেইজিংয়ে ফিলিস্তিনি দলগুলোর সাম্প্রতিক বৈঠকটি সঠিক পথে একটি মূল্যবান পদক্ষেপ।'.
তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনি ইস্যুকে 'দৃঢ়ভাবে' সমর্থন দিয়ে যাবে এবং 'বর্ণবাদী ইসরাইলি শাসনের' মোকাবেলা করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধকামীদের মধ্যে ঐকমত্য বজায় রাখবে। তিনি আরো বলেন, তেহরান আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার পুনরুদ্ধার, ফিলিস্তিনি ভূমির পূর্ণ মুক্তি এবং পবিত্র আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিত ফিলিস্তিনি প্রচেষ্টাকে সমর্থন করে। ২০০৭ সাল থেকে নিজেদের মধ্যে রাজনৈতিক বিভাজনের অবসান ঘটাতে চীনের রাজধানী বেইজিংয়ে তিন দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার ফিলিস্তিনি দলগুলো একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে।
গত ১৪ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের নেতারা তিন দিনের জন্য বৈঠক করেন এবং সেখানে গাজাভিত্তিক হামাস ও পশ্চিম তীরভিত্তিক ফাতাহ আন্দোলন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছান। চুক্তি অনুসারে, গাজা যুদ্ধের পর দুই দল মিলে একটি জাতীয় সরকার গঠন করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বৈঠকের কথা ঘোষণা করেন।
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।