ট্রাম্প সম্পর্কে রাশিয়ার কোনো বিশেষ মোহমায়া নেই
(last modified Sat, 27 Jul 2024 08:15:12 GMT )
জুলাই ২৭, ২০২৪ ১৪:১৫ Asia/Dhaka
  • ট্রাম্প সম্পর্কে রাশিয়ার কোনো বিশেষ মোহমায়া নেই

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলামনের হতে পারেন, তবে তিনি মস্কোর বিরুদ্ধে "নিষেধাজ্ঞার দৌড়" শুরু করেছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে এক সাক্ষাত্কার অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, “রাশিয়া নেপোলিয়ন এবং হিটলার দুজনকেই পরাজিত করেছে। ফলে পুনর্নির্বাচিত হলে ইউক্রেন সংঘাত বন্ধ করা তার জন্য অগ্রাধিকার হবে।” 

এদিকে, ট্রাম্প আমলের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াল স্ট্রিট জার্নালকে একটি শান্তি পরিকল্পনার রূপরেখা দিয়েছেন যা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রকৃত অবস্থানের সাথে ভিন্ন বলে মনে হচ্ছে। ওই পরিকল্পনা মূলত ট্রাম্প নিজেই প্রণয়ন করেছেন।

দুটি বিষয়ে মন্তব্য করে পেসকভ ট্রাম্পকে "গভীরভাবে ইতিহাস জানার" জন্য প্রশংসা করেন যেমনটি অন্য অনেক আমেরিকান জানেন না, তবে পেসকভ এও বলেন যে, ট্রাম্প এখনো "মার্কিন রাজনৈতিক অভিজাত শ্রেণির একজন প্রতিনিধি যিনি অবশ্যই রুশ-ভীতিতে ভুগছেন।"

পেসকভ সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা এই নিবন্ধটি এবং অন্য বিভিন্ন বিবৃতি দেখেছি। আমরা কখনো গোলাপি চশমা পরে থাকি না।  

ক্রেমলিনের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের মনে করিয়ে দেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাশিয়ার বিরুদ্ধে "বিশাল সংখ্যক নিষেধাজ্ঞা" চালু করেছিলেন ট্রাম্প। ফলে, মস্কোর দৃষ্টিতে ট্রাম্প এবং অন্য মার্কিন রাজনীতিবিদদের মধ্যে "খুব বেশি পার্থক্য নেই"।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭