হিজাবের কারণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিষিদ্ধ হন এই ফরাসী নারী দৌড়বিদ
(last modified Sat, 27 Jul 2024 11:17:59 GMT )
জুলাই ২৭, ২০২৪ ১৭:১৭ Asia/Dhaka
  • পার্সটুডে-ফরাসী দৌড়বিদ সোনকাম্বা সিলা হিজাব পরার কারণে প্যারিস ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে যোগ দিতে দেয়া হয়নি।
    পার্সটুডে-ফরাসী দৌড়বিদ সোনকাম্বা সিলা হিজাব পরার কারণে প্যারিস ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে যোগ দিতে দেয়া হয়নি।

ফরাসী মুসলিম দৌড়বিদ "সোনকাম্বা সিলা" জানিয়েছেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ফরাসী অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপার্টিয়ান এর আগে বলেছিলেন যে সেদেশটির মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র মার্তা হুরতাদো গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এই ধরনের নিষেধাজ্ঞা সত্য নয় বলে জানিয়েছিলেন।

এদিকে, ফরাসী অলিম্পিক কমিটি দাবি করেছে যে তারা হিজাব নিয়ে এই সমস্যার সমাধানের জন্য একটি সমাধান খুঁজছে। ২৬ বছর বয়সী এই দৌড়বিদ, যিনি অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন,উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাদ পড়ার পর ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লিখেছেন: মনে করুন আপনি আপনার দেশে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি উপস্থিত থাকার কোন অধিকার পাবেন না।

গত ১৬ জুলাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ঘোষণা করে: হিজাবের উপর নিষেধাজ্ঞা "ফরাসি রাজনীতিতে দ্বৈত এবং বৈষম্যমূলক নীতি"র অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে।  বিবৃতিতে আরো বলা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, এই নিষেধাজ্ঞা ফরাসী কর্তৃপক্ষের "বৈষম্যমূলক আচরণ" এবং এ থেকে খেলা শুরুর প্রাক্কালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দুর্বলতাও প্রমাণিত হয়েছে।

ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয়েছে ২৬ জুলাই শুক্রবার এবং ১১ আগস্ট পর্যন্ত তা চলবে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ