মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর উপস্থিতির ব্যাপারে ইরানি গণমাধ্যমের প্রতিক্রিয়া
(last modified Sun, 28 Jul 2024 08:17:30 GMT )
জুলাই ২৮, ২০২৪ ১৪:১৭ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর উপস্থিতির ব্যাপারে ইরানি গণমাধ্যমের প্রতিক্রিয়া
    মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর উপস্থিতির ব্যাপারে ইরানি গণমাধ্যমের প্রতিক্রিয়া

পার্সটুডে- মার্কিন কংগ্রেসে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণের ব্যাপারে ইরানের গণমাধ্যমগুলোতে নানা বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। এসব গণমাধ্যম নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছে।

গাজা উপত্যকায় প্রায় ১০ মাস ধরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালানো সত্ত্বেও মার্কিন কংগ্রেসের কর্তাব্যক্তিরা গত বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মার্কিন পার্লামেন্টে ভাষণ দেয়ার সুযোগ দিয়েছে। ইরানের গণমাধ্যমগুলোতে এ ব্যাপারে নানামুখী বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। পার্সটুডে ফার্সি এসব বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেছে:

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে সমাদর করার ব্যাপারে পেজেশকিয়ানের প্রতিক্রিয়া

ইসরাইলি দৈনিক হারেতজ এর বরাত দিয়ে তেহরান থেকে প্রকাশিত দৈনিক হামশাহরি লিখেছে: মার্কিন কংগ্রেস সদস্যরা যখন বিপুল করতালি দিয়ে নেতানিয়াহুকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন তখন কংগ্রেসের বাইরে হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিলেন। কংগ্রেসম্যানদের করতালি থেকে যে কারো মনে হতে পারে তিনি কংগ্রেসের সমর্থন লাভ করতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কয়েক ডজন ডেমোক্র্যাট সদস্য নেতানিয়াহুর বক্তব্যের সময় কংগ্রেস থেকে ওয়াকআউট করেন। তারা এই যুদ্ধাপরাধীর বক্তব্য শুনতেই রাজি হননি। এদের মধ্যে সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী’ আখ্যায়িত করেন। এ সম্পর্কে দৈনিক হামশাহরি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের টুইটার বার্তা উল্লেখ করেছে।

পেজেশকিয়ান নেতানিয়াহুর ভাষণের সময় মার্কিন কংগ্রেস সদস্যদের করতালি প্রসঙ্গে নিজের অফিসিয়াল এক্স পেজে লিখেছেন: নিরপরাধ মানুষ বিশেষ করে নিরপরাধ শিশুদের হত্যা করার বিষয়টি যেমন উপেক্ষা করা যায় না তেমনি একজন যুদ্ধাপরাধীকেও আসন ছেড়ে দাঁড়িয়ে সম্মান দেখানো উচিত নয়। নিরপরাধ মানুষের রক্ত কখনও জালিমকে ছেড়ে দেয় না। এরপর তিনি সূরা শুয়ারার ২২৭ নম্বর আয়াতের শেষাংশ উদ্ধৃত করে বলেন: “আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল কোথায়?”

মার্কিন শ্রমিকদের ট্যাক্সের টাকা কেন ইসরাইলি বাহিনীর পেছনে খরচ হচ্ছে?

তেহরান থেকে প্রকাশিত দৈনিক দুনিয়া-এ-একতেসাদ লিখেছে: নেতানিয়াহু বৃহস্পতিবার যখন মার্কিন কংগ্রেসে ভাষণ দিচ্ছিলেন তখন কংগ্রেসের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ করেন আমেরিকার ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন বা ইউএডাব্লিউ’র শ্রমিকরা। তারা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেছেন, তাদের ট্যাক্সের টাকা দিয়ে যেন ইসরাইলি বাহিনীর জন্য অস্ত্র পাঠানো না হয়। এ সময় মার্কিন শ্রমিকরা নেতানিয়াহুর রক্তপিপাসু ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন যাতে কংগ্রেসে ইসরাইল প্রধানমন্ত্রীকে ভাষণ দিতে না দেয়ার আহ্বান জানানো হয়।

নেতানিয়াহুর ভাষণ, মার্কিন কংগ্রেসে কোনো বিদেশি কর্মকর্তার নিকৃষ্টতম বক্তব্য:

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সমালোচনা করে কোনো কোনো মার্কিন কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে খবর প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা মেহের। এতে বলা হয়: মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি না হওয়ার সমালোচনা করেন এবং নেতানিয়াহুর ভাষণকে মার্কিন কংগ্রেসে কোনো বিদেশি কর্মকর্তার ‘নিকৃষ্টতম ভাষণ’ বলে উল্লেখ করেন। পেলোসি এক্স-এ প্রকাশিত এক পোস্টে লিখেছেন: “আজ কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ ছিল মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার সুযোগ পাওয়া কোনো বিদেশি কর্মকর্তার সবচেয়ে খারাপ ভাষণ।”

স্বাগতিক দেশের জনগণকে অপমান করেন নেতানিয়াহু

ইরানের বিশ্লেষণধর্মী পত্রিকা ‘আসরে ইরান’ এক নিবন্ধে লিখেছে: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিগত মাসগুলোতে গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভকারী লাখ লাখ মানুষকে ‘গবেট’ বলে সম্মোধন করেন। ইহুদিবাদী প্রধানমন্ত্রী এমন সময় কংগ্রেসে ভাষণ দেন যখন এই পার্লামেন্টের এক পঞ্চমাংশ সদস্য তার বক্তব্য শুনতে রাজি হননি বরং অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এমনকি প্রতিনিধি পরিষদের অনেক সদস্য ও সিনেটর ইসরাইলি প্রধানমন্ত্রীকে কংগ্রেসে ভাষণ দিতে আহ্বান জানানোর তীব্র সমালোচনা করেন ও নিন্দা জানান। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ