নেতানিয়াহুর বাসভবনে আঘাত করেছে হিজবুল্লাহর ড্রোন 
(last modified Sat, 19 Oct 2024 13:48:27 GMT )
অক্টোবর ১৯, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • নেতানিয়াহুর বাসভবনে আঘাত করেছে হিজবুল্লাহর ড্রোন 

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে। তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর এ বাসভবন অবস্থিত। 

টাইমস অব ইসরাইল পত্রিকার ওয়েবসাইট আজ (শনিবার) জানিয়েছে, সকালে লেবানন থেকে ইসরাইল লক্ষ্য করে তিনটি ড্রোন উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে একটি দক্ষিণ হাইফার উপকূলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে আঘাত করে।

ইসরাইলিরা সামাজিক মাধ্যমের পোস্টেও বলেছে, হামলায় আঘাতপ্রাপ্ত ভবনটি "নেতানিয়াহুর বাড়ির অংশ

সামরিক নিষেধাজ্ঞার পর ইসরাইলি গণমাধ্যম ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে বিশদ বিবরণ জানাতে পারেনি। ইসরাইলি গণমাধ্যম বলেছে, "একটি ভবনে হিজবুল্লাহর ড্রোন আঘাত করেছে যেটিকে সিজারিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি বলে মনে করা হয়।" রিপোর্টে দাবি করা হয়েছে, নেতানিয়াহু সেসময় ভবনে উপস্থিত ছিলেন না এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরাইলি দখলদার বাহিনী স্বীকার করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে আটকাতে অক্ষম ছিল। 

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, অধিকৃত হাইফার উপকণ্ঠে একটি সামরিক হেলিকপ্টারের ঠিক পাশ দিয়ে অনুপ্রবেশকারী ড্রোন উড়ে যাওয়ায় তাতে বাধা দেয়া যায়নি।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল বলেছে, তিনটি ড্রোন লেবানন থেকে হাইফা পর্যন্ত পৌঁছায় তবে দুটি ড্রোনকে সনাক্ত ও বাধা দেয়া হয়েছে। তৃতীয় ড্রোনটি সিজারিয়ার একটি ভবনে নির্ভুলভাবে আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে, প্রচণ্ড শব্দে ওই ভবনে ড্রোনটি বিস্ফোরিত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ