গাজায় নৃশংসতার বর্ণনা
ইসরাইলের ৩ রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে
-
গাজা উপত্যকায় একটি টানেলের প্রবেশপথে ইসরাইলি সেনা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা তিন ইসরাইলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে।
ব্রিটিশ পত্রিকা ‘দি অবজারভার’কে এই তিন রিজার্ভ সেনা বলেছে, তারা গাজায় ইসরাইলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা ও বর্বরতা দেখেছে, তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না।
এই তিন সেনা অবজারভারকে জানিয়েছে, কোনো রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রবেশ করেছে, সেখান থেকে অর্থকড়ি ও জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে; তাতে লোকজন পুড়ে মারা গেছে। এসব ইসরাইল সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে।
তিন রিজার্ভ সেনার একজন বলেছে, “ইসরাইলি সামরিক বাহিনীর এই সমস্ত বর্বরতা ও যুদ্ধাপরাধ দেখে আমি কোনভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না।”
রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রিন নামে একজন বলেছে, “আমাকে নতুন করে যুদ্ধে ফেরার জন্য আহ্বান জানানো হলেও আমি তাতে সাড়া দেব না।”
এই সেনা জানিয়েছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল- ওই ঘটনা স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে। ইউভাল সিদ্ধান্ত নিয়েছে, রিজার্ভ সেনা হিসেবে সে আর যুদ্ধ করবে না। এই সেনা জানিয়েছে, “আমি ৫০ দিন গাজার খান ইউনুস শহরের যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি সব সময় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে জিনিসপত্র চুরি করত।”#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯