‘তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের পরিণতি হতে পারে সাদ্দামের মতো’ 
(last modified Mon, 29 Jul 2024 10:19:07 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১৬:১৯ Asia/Dhaka
  • ‘তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের পরিণতি হতে পারে সাদ্দামের মতো’ 

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। 

২০০৩ সালে সাদ্দাম মার্কিন সমর্থিত বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হন এবং পরে তাকে মার্কিন তত্বাবধানে ফাঁসি দেয়া হয়। 

গতকাল (রোববার) নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরাইলে প্রবেশ করতে পারে। তার এই বক্তব্যের পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এরদোগানকে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, এরদোগান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরাইলকে আক্রমণের হুমকি দিচ্ছেন। তু্র্কি নেতাকে সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা দরকার।

ইসরাইলের বিরোধী নেতা ইয়াইর লাপিদও এরদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরদোগানকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক ব্যক্তি বলে উল্লেখ করেন তিনি। 

লাপিদ বলেন, সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোগানের এই বিদ্বেষী হুমকির বিরুদ্ধে নিন্দা করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯

ট্যাগ