গাজায় ইসরাইলি নৃশংসতা আন্তর্জাতিক সমাজের দ্বিমুখী নীতির প্রতিফলন: মালয়েশিয়া
-
মোহাম্মাদ হাসান
পার্সটুডে- মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হাসান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংসতাকে ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি বিশ্বের উদাসীনতা এবং দ্বিমুখী নীতির প্রতিফলন বলে ঘোষণা করেছেন।
পার্সটুডে'র তথ্য বলছে- অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ণ হওয়ায় আজ এই অবস্থা তৈরি হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি তাতে আসিয়ান চুপ থাকতে পারে না।
কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের একদিন আগে তিনি এই মন্তব্য করলেন।
এদিকে, ইহুদিবাদী ইসরাইল চলতি মাসে গাজায় তাদের আক্রমণ আরও তীব্র করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সম্প্রতি ‘অপারেশন গিডেয়নস চ্যারিয়টস’ নামের অভিযান শুরুর পর হামলার মাত্রা আরও বাড়িয়েছে তারা।
এরিমধ্যে গাজার বাসিন্দারা দুর্ভিক্ষের মুখে পড়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় ‘বন্যার মতো’ বিপুল তোড়ে এখন ত্রাণ সরবরাহ প্রয়োজন। তবে যে পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা ‘এক চামচ’ পানির মতো।
গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ যখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, তখন ইসরাইল হামলায় ব্যাপকতা বাড়িয়েছে বলে উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, গাজার ৮০ শতাংশ এলাকাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত এবং দীর্ঘ মেয়াদে ত্রাণ না পেলে অনাহারে আরও মানুষের মৃত্যু হবে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।