ইরানের কারাতে কন্যার স্বর্ণজয়: গোলশাদনেজাদ এশিয়ার চ্যাম্পিয়ন
(last modified Sun, 25 May 2025 12:24:12 GMT )
মে ২৫, ২০২৫ ১৮:২৪ Asia/Dhaka
  • আতুসা গোলশাদনেজাদ
    আতুসা গোলশাদনেজাদ

পার্সটুডে : ইরানের নারী কারাতে খেলোয়াড় আতুসা গোলশাদনেজাদ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।

উজবেকিস্তানের তাশখন্দে গত শুক্রবার শুরু হওয়া ২১তম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি আজ (রোববার) ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে। নারীদের ইন্ডিভিজুয়াল কুমিতে (কাতা) ইরানের দু'জন ফাইনালিস্ট ছিলেন, যার ফলাফল ছিল একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে ৬১ কেজি ওজনশ্রেণিতে ইরানের সেরা কারাতে খেলোয়াড় আতুসা গোলশাদনেজাদ উজবেকিস্তানের সুইঞ্চ ওটুবায়েভা'র মুখোমুখি হন। একটি বুদ্ধিদীপ্ত লড়াইয়ে তিনি ৫-১ স্কোরে জয়ী হয়ে স্বর্ণপদক লাভ করেন।

এছাড়া, ৫৫ কেজি ওজন বিভাগে ফাতেমা সাদাতি রৌপ্য পদক জিতেছেন। আর ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থেকেছেন ফাতেমা কাসেমি।

এর আগে, নারীদের টিম কুমিতে ৫০ কেজি ওজনে দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সারা বাহমানিয়ার।

ইরানের নারী কারাতে দল মোট ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেছে।

পুরুষদের বিভাগেও সাফল্য

ফাইনালে ৭৫ কেজি ওজন শ্রেণিতে ইরানের মর্তেজা নেমাতি কাজাখস্তানের নুরকানাত আজিকানভ-এর কাছে ৫-৩ স্কোরে পরাজিত হয়ে রৌপ্য পদক পেয়েছেন।

ইরানের কারাতে দল এই প্রতিযোগিতায় মোট ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে সফলভাবে অংশগ্রহণ শেষ করেছে।#

পার্সটুডে/এমএআর/২৫