ইরানের উন্নতি ও সমৃদ্ধি কামনা
পারস্পরিক সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ানকে চিঠি পাঠিয়েছেন সৌদি রাজা
-
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মানসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে চিঠিটি পৌঁছে দেন
ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে চিঠি পাঠিয়েছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সউদ। চিঠিতে তিনি ইরানের উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মানসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ চিঠিটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পৌঁছে দেন। পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মানসুর বিন মিতেবের নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তেহরানে আসে এবং ওইদিনই প্রেসিডেন্টের কাছে চিঠিটি হস্তান্তর করে। সৌদি প্রেস এজেন্সি গতকাল (বুধবার) এই খবর দিয়েছে।
সৌদি প্রেস এজেন্সির খবর অনুসারে, সৌদি প্রতিনিধি দলটি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে। এ সময় সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল কারিম আল খেরেজ্জি এবং তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন সউদ আল আনজি উপস্থিত ছিলেন।
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাও এ সময় প্রেসিডেন্টের দপ্তরে উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১