‘যুদ্ধই হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ’ 
(last modified Fri, 02 Aug 2024 12:01:06 GMT )
আগস্ট ০২, ২০২৪ ১৮:০১ Asia/Dhaka
  • ‘যুদ্ধই হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ’ 

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলোর অংশগ্রহণে একটি বড় সংঘর্ষের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে। 

গতকাল (বৃহস্পতিবার) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ একথা বলেন। তিনি বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইহুদিবাদী ইসরাইল ও ইরানের পাশাপাশি এই অঞ্চল এবং তার বাইরে তাদের অংশীদার ও মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য তিনি আমেরিকাকে মুল দায়ী বলে চিহ্নিত করেন।

মেদভেদেভ তার পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যে গাঁট শক্ত হচ্ছে। নিরীহ প্রাণ হারানোর জন্য আমি দুঃখিত। ইসরাইল নিতান্তই আমেরিকার একটি জঘন্য জিম্মি-রাষ্ট্র। রুশ কর্মকর্তা বলেন, এটা সবার কাছে স্পষ্ট যে, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধ।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার পর মেদভেদেভ এসব কথা বললেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হামাস ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

ট্যাগ