প্যারিস অলিম্পিকে ইরানের দ্বিতীয় স্বর্ণ জয়: অভিনন্দন জানালেন পেজেশকিয়ান
(last modified Fri, 09 Aug 2024 08:39:51 GMT )
আগস্ট ০৯, ২০২৪ ১৪:৩৯ Asia/Dhaka
  • সাইদ ইসমাইলি (ডানে) একটি স্বর্ণপদক জিতেছেন এবং আলিরেজা  মোহাম্মাদি তার বুলগেরিয়ার প্রতিপক্ষের কাছে হেরে প্যারিস অলিম্পিক 2024-এ রৌপ্য জিততে পেরেছেন।
    সাইদ ইসমাইলি (ডানে) একটি স্বর্ণপদক জিতেছেন এবং আলিরেজা মোহাম্মাদি তার বুলগেরিয়ার প্রতিপক্ষের কাছে হেরে প্যারিস অলিম্পিক 2024-এ রৌপ্য জিততে পেরেছেন।

চলমান প্যারিস অলিম্পিকে ইরানের জন্য দ্বিতীয় স্বর্ণ জয় করেছেন গ্রিকো-রোমান কুস্তিগির সাঈদ ইসমাইলি। একই বিভাগে রৌপ্যপদক জিতেছেন ইরানেরই অপর কুস্তিগির আলীরেজা মোহ্‌মাদি। বুধবার ইরানের পক্ষে প্রথম স্বর্ণ জয় করেছিলেন ইরানের অপর গ্রিকো-রোমান কুস্তিগির মোহাম্মাদ-হাদি সারাভি।

গতকাল (বৃহস্পতিবার) সাঈদ ইসমাইলি পুরুষদের ফাইনালে ইউক্রেনের পারভিজ নাসিবোভকে ৬-৫ ব্যবধানে হারিয়ে ৬৭ কেজি বিভাগের গ্রিকো-রোমান কুস্তিতে কাঙ্ক্ষিত স্বর্ণপদক লাভ করেন। ইসমাইলি এর আগে সেমিফাইনালে আর্মেনিয়ার কুস্তিগির স্লাভিক গাল্সতিয়ানকে ১০-৪ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।

সেমিফাইনালের আগে প্রথম রাউন্ডে ইসমাইলি তার আলজেরীয় প্রতিদ্বন্দ্বী ইসহাক গাইউকে মাঠে দাঁড়াতেই দেননি। গাইউ’কে তিনি ১০-০ ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় রাউন্ডে তিনি এর আগেরবারের অলিম্পিক চ্যাম্পিয়ন কিউবার কুস্তিগিরি লুইস আলবার্তো সানচেজকে ৮-০ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন।

ইরানের পক্ষে স্বর্ণ জয় করার জন্য সাঈদ ইসমাইলিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এদিকে ৮৭ কেজি বিভাগের গ্রিকো-রোমান কুস্তির ফাইনালে বুলগেরিয়ার প্রতিদ্বন্দ্বী সেমেন নোভিকভের কাছে ০-৭ ব্যবধানে পরাজিত হয়ে স্বর্ণ হাতছাড়া করেন ইরানের অপর কুস্তিগির আলীরেজা মোহ্‌মাদি। ফলে তাকে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

এর আগে বুধবার ইরানের পক্ষে প্রথম স্বর্ণ জয় করেন ইরানের অপর গ্রিকো-রোমান কুস্তিগির মোহাম্মাদ-হাদি সারাভি। তিনি ৯৭ কেজি বিভাগের ফাইনালে আর্মেনিয়ার প্রতিদ্বন্দ্বী আরতুর আলেক্সানিয়ানকে ৪-১ ব্যবধানে পরাজিত করেন।  সারাভির আজ (শুক্রবার) আরেকটি স্বর্ণপদক লাভের সম্ভাবনা রয়েছে। তিনি ৮৬ কেজি বিভাগের ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে আজ বুলগেরীয় প্রতিদ্বন্দ্বী ম্যাগোমেদ রমাজানোভের বিরুদ্ধে মাঠে নামবেন।

অন্যদিকে প্যারিস অলিম্পিক-২০২৪ এ পদক জয়ের দিক দিয়ে ইরানের নারী ক্রীড়াবিদরাও পিছিয়ে নেই।  ইরানের নারী তাইকোয়ান্দো খেলোয়াড় নাহিদ কিয়ানি বৃহস্পতিবার ৫৭ কেজি বিভাগের ফাইনালে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী কিম ইউজিনের কাছে পরাজিত হয়ে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকেন। তিনি তাইকোয়ান্দো বিভাগে ইরানের জন্য প্রথম কোনো পদক লাভ করেন। #

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ