বিবৃতি দিয়েছেন জন কারবি
সম্ভাব্য যুদ্ধবিরতির সমালোচনা ইসরাইলি মন্ত্রীর, নিন্দা জানালো আমেরিকা
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কারবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি "চরমপন্থীদের" গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে লাইনচ্যুত করার সুযোগ দেবেন না।
ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনার প্রতিক্রিয়ায় জন কারবি একথা বলেন।
গত বৃহস্পতিবার আমেরিকা, কাতার এবং মিশরের নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে চলমান সংঘাত বন্ধের জন্য ইসরাইল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেয়ার আহ্বান জানানো হয়।
এই বিবৃতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বিজালেল স্মোট্রিচ। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় জন কারবি ইসরাইলের সমালোচনা করে বিবৃতি দেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১০