‘মার্কিন ও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে’
https://parstoday.ir/bn/news/event-i140490
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা অ্যালবানিজ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তাতে দখলদার সেনারা আমেরিকা এবং ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। গতকাল (শনিবার) ফিলিস্তিনের গাজা শহরের আল-দারাজ এলাকার একটি স্কুলে উদ্বাস্তু লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইল নৃশংসভাবে বিমান হামলা চালানোর পর এ মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১১, ২০২৪ ১৩:৫৪ Asia/Dhaka
  • ‘মার্কিন ও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে’

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা অ্যালবানিজ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তাতে দখলদার সেনারা আমেরিকা এবং ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। গতকাল (শনিবার) ফিলিস্তিনের গাজা শহরের আল-দারাজ এলাকার একটি স্কুলে উদ্বাস্তু লোকজনের ওপর ইহুদিবাদী ইসরাইল নৃশংসভাবে বিমান হামলা চালানোর পর এ মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক।

তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান। অবরুদ্ধ গাজা উপত্যকাকে তিনি ২১শতকের ‘সবচেয়ে বৃহৎ এবং লজ্জাজনক বন্দিশালা’ বলে উল্লেখ করেন। 

আলবানিজ গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজে এক পোস্টে বলেন, “সমস্ত ‘সভ্য জাতির’ উদাসীনতার মধ্যে ইহুদিবাদী ইসরাইল একই সাথে গাজার হাসপাতাল, বসতবাড়ি, স্কুল, শরণার্থী শিবির এমনকি নিরাপদ অঞ্চলে গণহত্যা চালাচ্ছে এবং এসব হত্যাকাণ্ডে আমেরিকা ও ইউরোপের অস্ত্র ব্যবহার করছে। ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক অর্থকে সম্মান করে। তাদের রক্ষা করতে আমাদের সম্মিলিত অক্ষমতার জন্য তারা আমাদের ক্ষমা করুক।"# 

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।