মার্কিন দ্বৈত নীতি ইসরাইলকে জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে
https://parstoday.ir/bn/news/event-i140526
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন সরকার এবং কিছু ইউরোপীয় দেশের দ্বৈত নীতি ইহুদিবাদী ইসরাইলকে অবরুদ্ধ গাজা এবং সমগ্র অঞ্চলে আরো জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ১২, ২০২৪ ১৫:৩৬ Asia/Dhaka
  • মার্কিন দ্বৈত নীতি ইসরাইলকে জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন সরকার এবং কিছু ইউরোপীয় দেশের দ্বৈত নীতি ইহুদিবাদী ইসরাইলকে অবরুদ্ধ গাজা এবং সমগ্র অঞ্চলে আরো জঘন্য অপরাধ করতে উৎসাহিত করছে।

গতকাল (রোববার) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান একথা বলেন। ইসরাইলের অবৈধ সরকার এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য আরো হুমকির সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বে একটি বহুমুখী ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান আরো বলেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় সারা বিশ্বে এবং সব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করেছে এবং বিশ্বাস করে যে, বিশ্বের যেকোন প্রান্তে এই মূল্যবোধকে বিপন্ন করে এমন প্রবণতা বন্ধ করা উচিত।"

গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর ইসরাইলি বাহিনীর ঘৃণ্য হামলার একদিন পর এই মন্তব্য করলেন পেজেশকিয়ান। ইসরাইলি আগ্রাসনে স্কুলটিতে ১০০র বেশি ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু শহীদ হন। 

ফোনালাপে ইউরোপীয় কাউন্সিলের প্রধান মিশেল বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। তিনি আশা করেন, ইরান ও ইউরোপীয় ইউনিয়ন অভিন্ন স্বার্থের ভিত্তিতে এবং সম্পর্ক বাড়ানোর পথে বাধা দূর করে আবার কার্যকর যোগাযোগ শুরু করবে।

গাজার সাম্প্রতিক উন্নয়নের দিকে ইঙ্গিত করে ইউরোপীয় কাউন্সিলের প্রধান মানবাধিকার রক্ষা, ইসরাইলের আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজার জনগণের জন্য সাহায্য পাঠানো এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।