আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
(last modified Mon, 19 Aug 2024 11:07:42 GMT )
আগস্ট ১৯, ২০২৪ ১৭:০৭ Asia/Dhaka
  • আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া আজ (সোমবার) রিটটি করেন।

যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, রিটে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এ ছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

রিটকারি আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

এর আগে, দেশে গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় তিনি এ দাবি জানান। জয়নুল আবদিন বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দিচুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে। একই সঙ্গে গণহত্যা-নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।"

ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনাসহ জড়িতদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ (নুর-রাশেদ)। গত (বৃহস্পতিবার) রাজধানীর পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার হত্যা চালিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। তাই শেখ হাসিনাসহ হত্যায় জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করতে হবে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদও সম্প্রতি স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি জানান।#

 পার্সটুডে/এমএআর/১৯

ট্যাগ