ইসরাইলকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজ
(last modified Thu, 22 Aug 2024 06:31:32 GMT )
আগস্ট ২২, ২০২৪ ১২:৩১ Asia/Dhaka
  • ইসরাইলকে সাহায্য করতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজ

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার সম্ভাবনাকে সামনে রেখে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী এবং তার সাথে যুদ্ধজাহাজের একটি বহর পাঠিয়েছে। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ইসরাইলে বসবাসকারী ইহুদিবাদীদের মনে আগেই ভীতি ছড়িয়ে পড়েছে। 

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এই রণতরী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

"ইউএসএস আব্রাহাম লিংকন রণতরীতে রয়েছে এফ-থার্টি ফাইভ এবং এফ/এ- এইটিন যুদ্ধবিমান। এছাড়া, এই স্ট্রাইক গ্রুপে রয়েছে ডেস্ট্রয়ার ও ফ্রিগেটের বড় বহর। রণতরীটি এরইমধ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে বলে এক্স পোস্টে জানানো হয়েছে।

পেন্টাগন চলতি মাসের শুরুতে আব্রাহাম লিঙ্কন রণতরী মোতায়েনের নির্দেশ দেয়। সেখানে আগেই মোতায়েন ছিল ইউএসএস থিওডোর রুজভেল্ট। ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন মার্কিন রণতরীর সংখ্যা দুটিতে পৌঁছালো।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ