৩৭টি মানবাধিকার সংস্থার প্রতিবাদ
গাজায় গণহত্যা অস্বীকার করে চাপের মুখে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
-
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য চাপের মুখে পড়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। গাজা উপত্যকায় গণহত্যা হচ্ছে না বলে মন্তব্য করার এক সপ্তাহ পর তিনি এই চাপের মুখে পড়লেন।
ডেভিড ল্যামি বলেছিলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট এবং রুয়ান্ডার মতো যখন লাখ লাখ মানুষ মারা যায় তখন তাকে গণহত্যা বলা যেতে পারে। গাজার ঘটনাবলীকে গণহত্যা বলে এই শব্দটিকে গুরুত্বহীন করে তোলা হচ্ছে।”
ডেভিড ল্যামির এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেনের ৩৭টি মানবাধিকার সংস্থা। তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে খোলা চিঠি লিখে ইহুদিবাদীদের এই অপরাধ সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ডেভিড ল্যামির বর্তমান অবস্থানের কারণে ইহুদিবাদীদের গণহত্যার অপরাধ-সহ ইসরাইলের অপরাধযজ্ঞের সাথে ব্রিটিশ সরকার সহযোগী হিসেবে জড়িয়ে যেতে পারে।
মানবাধিকার সংগঠনগুলো আরো বলেছে, ব্রিটিশ শীর্ষ কূটনীতিকের বিতর্কিত মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক নৃশংসতা সম্পর্কে অস্পষ্টতা সৃষ্টি করেছে।"#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।