ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর উপলক্ষে প্রস্তুতি চলছে: জাখারোভা
https://parstoday.ir/bn/news/event-i154892-ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_রাশিয়া_সফর_উপলক্ষে_প্রস্তুতি_চলছে_জাখারোভা
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, মস্কো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছে।
(last modified 2025-12-08T13:08:10+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৫ ১৯:০২ Asia/Dhaka
  • আরাকচি'র মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছে রাষিশয়া
    আরাকচি'র মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছে রাষিশয়া

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, মস্কো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছে।

বার্তা সংস্থা রিয়ানোভোস্তি'র বরাত দিয়ে আল-আলম জানিয়েছে, মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির রাশিয়া সফরের পরিকল্পনা চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (রোববার) সাংবাদিকদের সাথে তার সাপ্তাহিক বৈঠকে বলেছেন: পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে, আগামী সপ্তাহগুলোতে আমরা বেলারুশ এবং রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করব। এই দেশগুলোর সাথে চলমান কূটনীতির ধারাবাহিকতায় সাইয়্যেদ আব্বাস আরাকচি দুটি দেশ সফর করবেন।

এর আগে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার আরাকচি তার রুশ সমপক্ষ সের্গেই ল্যাভরভের সাথে ফোনে কথা বলেছিলেন। ফোনালাপে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক উদ্যোগ এবং পরামর্শের কথা উল্লেখ করেন জনাব আরাকচি। সেইসঙ্গে সকল পক্ষের অংশগ্রহণে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

ল্যাভরভও আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমস্যা সমাধানের জন্য একটি উপযুক্ত পদ্ধতি হিসাবে একটি আঞ্চলিক পরামর্শ ও সহযোগিতা কাঠামো গঠনের বিষয়টিকে বিবেচনায় রেখেছেন এবং এ বিষয়ে তেহরানের সাথে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার জন্য মস্কোর প্রস্তুতির কথাও ঘোষণা করেছেন।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন