প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি
https://parstoday.ir/bn/news/event-i155034-প্রধান_উপদেষ্টার_সঙ্গে_বৈঠকে_বিএনপি_জামায়াত_ও_এনসিপি
পার্স-টুডে: চলমান পরিস্থিতি ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের নেতারা।
(last modified 2025-12-13T08:23:01+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৫ ১৪:১৫ Asia/Dhaka
  • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পার্স-টুডে: চলমান পরিস্থিতি ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের নেতারা।

শনিবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়ে বলে জানা গেছে। বৈঠকে তিনটি দলের দুইজন করে প্রতিনিধি রয়েছেন।

বিএনপির প্রতিনিধিদলে রয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।#

পার্স টুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।