খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
-
খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালের নিচে অবস্থান করছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার কাছে নিয়ে যান।
হাসপাতালের সিসিউতে তখন উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাফর ইকবাল প্রধান উপদেষ্টার কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তুলে ধরেন। হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন।
এভারকেয়ার হাসপাতালে গত ১১ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। প্রায় ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার শারীরিক অবস্থার অবনতি হয়।#
পার্সটুডে/জিএআর/৩