ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সহিংসতা: চীনের নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i140892-ফিলিস্তিনিদের_বিরুদ্ধে_ইহুদিবাদী_বসতি_স্থাপনকারীদের_সহিংসতা_চীনের_নিন্দা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০২৪ ১৬:০৩ Asia/Dhaka
  • জাতিসংঘে চীনা প্রতিনিধি ফু কুং
    জাতিসংঘে চীনা প্রতিনিধি ফু কুং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের প্রতিনিধি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন।

ইহুদিবাদী বসতিকারীরা ইচ্ছাকৃতভাবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়ে যাচ্ছে। তারা ফিলিস্তিনিদের দিকে পাথর ও মলোটভ ককটেল নিক্ষেপ করে তাদের বাড়িঘর, গাড়ি এবং খামারে আগুন ধরিয়ে দিচ্ছে।

নিরাপত্তা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের শুরু থেকে ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা জর্ডান নদীর পশ্চিম তীরে ৩৪০টি সন্ত্রাসী অপরাধযজ্ঞ চালিয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানায়, জাতিসংঘে চীনা প্রতিনিধি নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের সংহিসতার সমালোচনা করেন। তিনি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ-সাহায্য পাঠানোর পথ খুলে দেওয়ার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

চীনা প্রতিনিধি ফু কুং গাজার সকল সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে উত্তেজনা বৃদ্ধির পথ রোধে সামরিক পদক্ষেপ বন্ধ করে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলারও আহ্বান জানান তিনি।

ফু কং হুশিয়ারি উচ্চারণ করে বলেন: পশ্চিম তীরে গাজার ট্র্যাজেডি পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

জাতিসংঘে চীনের এই প্রতিনিধি আরও বলেন: আমরা প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানাই তারা যেন ইসরাইলকে অনতিবিলম্বে গাজা উপত্যকায় তার সামরিক অভিযান বন্ধ করতে বলে। সেইসাথে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে চাপ দেওয়ার জন্য সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ করে।#