গাজা উপত্যকায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত
(last modified Sat, 24 Aug 2024 04:11:19 GMT )
আগস্ট ২৪, ২০২৪ ১০:১১ Asia/Dhaka
  • গাজা থেকে একজন আহত সৈন্যকে সরিয়ে নিচ্ছে ইসরাইলি বাহিনী
    গাজা থেকে একজন আহত সৈন্যকে সরিয়ে নিচ্ছে ইসরাইলি বাহিনী

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত তিন ইসরাইলি সেনা নিহত এবং আরো ১২ সেনা আহত হয়েছে।

দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যা কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইহুদিবাদী ইসরাইল এ ঘটনাকে ‘নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা’ বলে বর্ণনা করেছে।

গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জেইতুন এলাকায় শুক্রবার প্রচণ্ড সংঘর্ষের জের ধরে এসব ইসরাইলি সেনা হতাহত হয়। হামাস এক ঘোষণায় বলেছে, জেইতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের সঙ্গে তারা প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হন। 

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার ইসরাইলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। ১০ থেকে ১৫ জন ইসরাইলি সেনাকে গাজা থেকে এসব হাসপাতালে আনার খবর দিয়ে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। এসব সেনা ট্যাংক-বিধ্বংসী গোলার আঘাতে হতাহত হয়েছে বলে তারা জানিয়েছে।

ওদিকে, ইসরাইলি বাহিনী শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে। তারা বলেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তাদের ৬৯৬ সেনা নিহত ও অপর ৬৪৫ সেনা গুরুতর আহত হয়েছে।

৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের দিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত দখলদার সেনাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হামাস যোদ্ধারা বলছেন, ইসরাইলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ