কঠোরতম ভাষায় ইসরাইলি মন্ত্রীর নিন্দা জানাল ইরান
(last modified Wed, 28 Aug 2024 03:48:43 GMT )
আগস্ট ২৮, ২০২৪ ০৯:৪৮ Asia/Dhaka
  • কঠোরতম ভাষায় ইসরাইলি মন্ত্রীর নিন্দা জানাল ইরান

মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণের যে পরিকল্পনার কথা একজন ইসরাইলি মন্ত্রী উচ্চারণ করেছে কঠোরতম ভাষায় তার নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানান। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেম আল-কুদসে আল-আকসা মসজিদ অবস্থিত।

কানয়ানির বিবৃতিতে বলা হয়েছে, “অপরাধী ইসরাইল সরকারের মন্ত্রিসভা আল-আকসা মসজিদকে কেন্দ্র করে নিজের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তারা অত্যন্ত নির্লজ্জভাবে নিছক ঈর্ষাপরায়ণ হয়ে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে সিনাগগ নির্মাণ করতে চায়।”

ইহুদিবাদী ইসরাইল বহুকাল ধরে আল-আকসা মসজিদকে ইহুদিকরণের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করে আসছে। তবে এই প্রথম কোনো ইসরাইলি মন্ত্রী প্রকাশ্যে ওই মসজিদ চত্বরে ইহুদিদের জন্য উপাসনালয় নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করার ধৃষ্টতা দেখাল।

বেন গাভির সম্প্রতি ইসরাইলি সামরিক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, “আমি যা চাই তা যদি করতে পারতাম তাহলে টেম্পাল মাউন্ট [আল-আকসা মসজিদ] চত্বরে ইসরাইলি পতাকা উড়াতাম।” এ সময় তাকে প্রশ্ন করা হয়, তাকে অনুমতি দেয়া হলে তিনি সেখানে একটি সিনাগগ নির্মাণ করবেন কিনা? উত্তরে বেন গাভির বলেন, ‘হ্যাঁ।’

ইসরাইলি মন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আল-আকসা মসজিদের পবিত্র চত্বরের মধ্যে কোনো ধরনের অবকাঠামোগত পরিবর্তন মুসলিম উম্মাহ মেনে নেবে না। তিনি মুসলমানদের এ রেড লাইন অতিক্রমের ব্যাপারে তেল আবিবকে কঠোরভাবে হুঁশিয়ার করে দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ