থাইল্যান্ডের আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় ইরানের ৭টি স্বর্ণপদক
মে ২২, ২০২৫ ১৪:৫৩ Asia/Dhaka
-
ইরানের নারী ও পুরুষ যুব কিক বক্সিং দল
পার্সটুডে: থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় ইরানের যুব নারী ও পুরুষ দল মোট ৭টি স্বর্ণপদক অর্জন করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের কিক বক্সিং যুব দলের ৩ জন নারী ও ৪ জন পুরুষ ক্রীড়াবিদ এই স্বর্ণপদক জয় করেন।
নারীদের বিভাগে ৫০ কেজি ওজনশ্রেণিতে পারমিদা তাভাকোলি, ৫৫ কেজিতে মায়েদা সামিমি এবং ৬৫ কেজি বিভাগে সায়েদা মাহশিদ বাবায়ী স্বর্ণপদক লাভ করেন।
অন্যদিকে, পুরুষদের বিভাগে ৫০ কেজি ওজনশ্রেণিতে মোহাম্মদ আমিন ভারমজিয়ার, ৫৫ কেজিতে হাদি গারিবান্দ, ৭০ কেজি বিভাগে আমির রেজা সোসানি এবং ৬৫ কেজি ওজনশ্রেণিতে মোহাম্মদ মাহদি জাহেদিয়ান স্বর্ণপদক অর্জন করেন।#
পার্সটুডে/এমএআর/২২
ট্যাগ