‘তুর্কমেনিস্তানের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ইরান’
(last modified Thu, 29 Aug 2024 08:50:19 GMT )
আগস্ট ২৯, ২০২৪ ১৪:৫০ Asia/Dhaka
  • গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান
    গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের নীতির সাথে সঙ্গতি রেখে ইরান তুর্কমেনিস্তানের সাথে কৌশলগত চুক্তি সই করেছে।

গতকাল (বুধবার) তেহরানে বৈঠকের পর তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাংগুলি বারদিমুহাম্মাদভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পেজেশকিয়ান। তিনি বলেন, তাদের সংলাপ ভালো এবং কার্যকর ছিল।

তিনি বলেন, "ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষরের পর আমরা আশা করি এই যোগাযোগ ও চুক্তিগুলো অন্যান্য ক্ষেত্রে সহ‌যোগিতা বিস্তারের দিকে নিয়ে যাবে।" পেজেশকিয়ান জানান, চুক্তিগুলোর ফলোআপ করতে তিনি শিগগিরই আশখাবাদ সফর করবেন।

সংবাদ সম্মেলনে বারদিমুহাম্মাদভ নিশ্চিত করেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে আলোচনা "বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে" অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা করেন, ব্যাপক আলোচনার ফলাফল আসবে এবং ইরান ও তুর্কমেনিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে।

তুর্কমেন প্রেসিডেন্ট বলেন, "আমরা আলোচনায় গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ, সড়ক এবং পরিবহনের মতো প্রধান সমস্যা এবং প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ফলাফল ইতিবাচক হবে।"

তিনি বলেন, সহযোগিতা বিষয়ক যেসব চুক্তি হয়েছে তা ফলোআপ করার জন্য একটি যৌথ কমিশনে গঠন করা হবে যাতে তারা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি তদারকি করতে পারে।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

ট্যাগ