মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন: মস্কো
(last modified Fri, 30 Aug 2024 11:20:00 GMT )
আগস্ট ৩০, ২০২৪ ১৭:২০ Asia/Dhaka
  • মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন: মস্কো

রাশিয়ার গভীর অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর ওপর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (শুক্রবার) মস্কোয় এক বক্তব্যে একথা জানান।

গত সপ্তাহে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছিলেন, রুশ সীমান্তের ওপার থেকে চালানো হামলা মোকাবিলায় আত্মরক্ষা করার স্বার্থে ইউক্রেন পাল্টা হামলা চালানোর  অধিকার সংরক্ষণ করে। সিং এক্ষেত্রে রাশিয়ার কুরস্ক অঞ্চলের কথা বিশেষভাবে উল্লেখ করেন যে অঞ্চল দিয়ে ইউক্রেনের সেনারা রাশিয়ার ৩০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে গেছে। 

এদিকে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ৩০০ কিলোমিটার গভীর পর্যন্ত হামলা চালানোর যে ইচ্ছা প্রকাশ করেছেন সে সম্পর্কে ওয়াশিংটন সম্যক অবহিত।  তিনি আরো বলেন, এ বিষয়ে কিয়েভের সঙ্গে আমাদের আলোচনা চলছে তবে কী আলোচনা হচ্ছে তা প্রকাশ করা হবে না।

এ সম্পর্কে রুশ মুখপাত্র জাখারোভা শুক্রবার সাংবাদিকদের বলেন, মার্কিন কর্মকর্তারা সর্বশেষ যেসব কথাবার্তা বলেছেন, তার উপসংহার  অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এসব কথাবার্তার মাধ্যমে এরইমধ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেয়া হয়েছে।  তিনি এ ধরনের উস্কানি বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০

ট্যাগ