আমেরিকার জন্য আমরা আমাদের অংশীদারদের ত্যাগ করব না: মস্কো
(last modified Tue, 22 Apr 2025 14:52:59 GMT )
এপ্রিল ২২, ২০২৫ ২০:৫২ Asia/Dhaka
  • রুশ কূটনীতিক আলেকজান্ডার আলিমভ
    রুশ কূটনীতিক আলেকজান্ডার আলিমভ

পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে দেশটি তার অন্যান্য অংশীদারদের ত্যাগ করবে না।

ইউক্রেন যুদ্ধ এবং মস্কো-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এখনও চলছে। এখন পর্যন্ত রিয়াদ এবং ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চার দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে রাশিয়া বলেছে: মস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ পুনরায় শুরু করার জন্য তার অন্যান্য অংশীদারদের ভুলে যাবে না। রাশিয়ার প্রধান অংশীদারদের মধ্যে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এ বিষয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার ইরানের সাথে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদনকারী আইনে স্বাক্ষর করেছেন। ‌ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেকজান্ডার আলিমভ সোমবার বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার স্বার্থে আমরা আমাদের অন্যান্য অংশীদারদের অবহেলা করবো না বিশেষ করে যারা আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

 

ইরান-মার্কিন সমস্যা সমাধানের পক্ষে রাশিয়া

অন্যদিকে, ইরনা'র রোববার সন্ধ্যার প্রতিবেদন অনুযায়ী, রুশ বিশেষজ্ঞ রজব সাফারভও ওই সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন: রাশিয়ার কর্মকর্তাদের অবস্থান ইঙ্গিত দেয় যে এই দেশ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমস্যা সমাধানের পক্ষে। ইরান-মার্কিন আলোচনাকে মস্কো কি সমর্থন করে, নাকি এ বিষয়ে উদাসীন অথবা বিরোধী-এরকম প্রশ্নের জবাবে তিনি আরও বলেন: রাশিয়া সবসময় ইরান-বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে এসেছে, কারণ তেহরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার মধ্যে সকল দেশের স্বার্থ নিহিত রয়েছে।

 

ইরান-রাশিয়া সম্পর্ক নিয়ে পশ্চিমাদের উদ্বেগের প্রতি গুরুত্বহীনতা

ইরান-রাশিয়া সম্পর্ক এবং দু'দেশের স্বাক্ষরিত সাম্প্রতিক কৌশলগত চুক্তি সম্পর্কে পশ্চিমাদের রায় নিয়ে কথা বলেছেন সাবেক ইরানি কূটনীতিক মোহসেন পাকাইন। তিনি বলেছেন: ইরান-রাশিয়া সম্পর্কের সাথে পশ্চিমা এবং ইউরোপের কোনও সম্পর্ক নেই। এটি এমন একটি সিদ্ধান্ত যা ইরান নিয়েছে, এবং এই বিষয়ে পশ্চিমা উদ্বেগ আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

 

ইরান-রাশিয়ার বেসরকারি সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে, ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহদী সানায়ি বলেছেন: ইরান-রাশিয়া সম্পর্ক অনেকটা সরকারি সম্পর্কের মতো। তিনি আরও বলেন: এই সম্পর্কের স্থায়িত্বের জন্য দু'দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক জোরদার করা প্রয়োজন।

 

ইরান ও রাশিয়ার মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশনের আয়োজন

অন্যদিকে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ কমিশনের ১৮তম বৈঠক ২৩ থেকে ২৫ এপ্রিল মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কমিশনের লক্ষ্য হল ইরান এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, যার সভাপতিত্ব করবেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এবং দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভলিয়েভ।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।