ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর খবর প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/event-i141164-ইউক্রেনে_সামরিক_প্রশিক্ষক_পাঠানোর_খবর_প্রত্যাখ্যান_করল_ইরান
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে ইরান ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩১, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর খবর প্রত্যাখ্যান করল ইরান

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে ইরান ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ইরানের মৌলিক নীতি তুলে ধরে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান শুরু থেকে ওই যুদ্ধের বিরোধিতা করে এসেছে। তেহরান মনে করে, ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত এবং মস্কো ও কিয়েভের মধ্যকার মতপার্থক্য শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।

সম্প্রতি একাধিক পশ্চিমা গণমাধ্যমে দাবি করা হয়, ইউক্রেনের অভ্যন্তরে লড়াইরত রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে ইরান। 

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এ ধরনের ভিত্তিহীন দাবি উত্থাপন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ইরানের মৌলিক নীতির সঙ্গে এ দাবি সাংঘর্ষিক।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হয়। এর  এক বছর যেতে না যেতেই রাশিয়াকে অ্যাটাক ড্রোন দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করে পশ্চিমা গণমাধ্যম যা সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।