রাশিয়ায় বিমান দুর্ঘটনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক
-
রাশিয়ায় বিমান দুর্ঘটনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক
রাশিয়ায় বিমান দুর্ঘটনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ শোক প্রকাশ করা হয়েছে।
পার্সটুডে-রাশিয়ার আমুর অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ইরনা'র ফরেন পলিসি'র প্রতিবেদন অনুসারে, ইসমায়িল বাকায়ি ওই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন এবং রাশিয়ার জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
রিয়ানোভোস্তির বরাত দিয়ে ইরনা আরও জানায়, রাশিয়ার আমুর অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগ, গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ৪৩ জন যাত্রী নিয়ে টিন্ডা শহরে যাচ্ছিল আন্তোনভ-২৪ যাত্রীবাহী বিমান। পরে ওই বিমানের ধ্বংসাবশেষ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পাওয়া গেছে এবং প্রাথমিক তথ্য অনুসারে, সমস্ত যাত্রীই নিহত হয়েছেন।
আমুর অঞ্চলের জরুরি পরিষেবা বিভাগের বিবৃতিতে বলা হয়েছে: প্রচুর গাছপালাময় ওই এলাকাটি অতিক্রম করা বেশ কঠিন ছিল। কেউ জীবিত থাকলে ঘটনাস্থল পরিদর্শনের সময় তাদের খুঁজে পাওয়া যেতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে আমুর সেন্টার ফর ফায়ার সেফটি অ্যান্ড সিভিল ডিফেন্স এক বিবৃতিতে ঘোষণা করেছে, আঙ্গারা কোম্পানির বিমানটির ধ্বংসাবশেষ, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটি হেলিকপ্টার দিয়ে বিমানটিকে সনাক্ত করা হয়েছে, তবে সম্পূর্ণ বিবরণ এখনও জানা যায় নি। প্রযুক্তিগত তদন্ত এখনও চলছে।#
পার্সটুডে/এনএম/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।