‘গাজার পাশাপাশি পশ্চিম তীরে হত্যা মিশন শুরু করেছে ইসরাইল’
মধ্যপ্রাচ্যে বিপজ্জনক সংকট তৈরির দায় পশ্চিমাদের নিতে হবে: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞ পশ্চিম এশিয়া অঞ্চলে ‘বিপজ্জনক সংকট’ তৈরি করছে।
তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে দখলদার সরকারের ‘অপরাধমূলক উস্কানি’ বন্ধ করতে ব্যর্থতার দায় তেল আবিবের পশ্চিমা সমর্থকদের নিতে হবে।
আরাকচি বলেন, “গাজায় জাতিগত শুদ্ধি অভিযান বজায় রেখে এখন পশ্চিম তীরে হত্যা মিশন চালু করার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়া অঞ্চলকে বিপজ্জনক সংকটের গিরিখাদে নিয়ে গেছে।”
ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, “বিবির পশ্চিমা পৃষ্ঠপোষকরা এই অপরাধমূলক উস্কানির লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে এর পরিণতির দায় তাদেরকে বহন করতে হবে- তাদেরকে জবাবদিহী করতে হবে।”
ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকার নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে।
গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরাইলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার ৭৮৬ ফিলিস্তিনি শহীদ ও ৯৪ হাজার ২২৪ জন আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু। #
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।