সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৮:০১ Asia/Dhaka
  • কাশ্মীরে সেনা অভিযানে ৩ গেরিলা নিহত: পাক সেনার গুলিতে ১ বিএসএফ আহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের অশান্ত হয়ে উঠেছে। আজ সকালে জম্মুর আখনুর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ১ বিএসএফ জওয়ান আহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা। পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেয় ভারত। তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ভারত সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করেছে।

এদিকে, কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ স্বাধীনতাকামী গেরিলা নিহত হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাঠুয়া জেলায় অভিযান চালায় সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। তখনই যৌথ বাহিনীর গুলিতে নিহত হন ৩ স্বাধীনতাকামী গেরিলা। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এখনও অভিযান চলছে।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে ভোট শুরু হচ্ছে। তার আগে উপত্যকায় স্বাধীনতাকামীদের তৎপরতায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।#

পার্সটুডে/জিএআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ