দায়েশের পতনের পর ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজন নেই
(last modified Tue, 17 Sep 2024 13:48:25 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • দায়েশের পতনের পর ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজন নেই

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এবং দেশজুড়ে বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত কথিত সামরিক উপদেষ্টাদের আর ইরাকে থাকার প্রয়োজন নেই বরং তাদের ইরাক ছেড়ে চলে যাওয়া দরকার। তিনি বলেন, সেনাবাহিনী এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধ সংগঠনগুলো যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করার পর মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই।

তিনি বলেন, “আজ ২০২৪ সালের ইরাক এবং ২০১৪ সালের ইরাক এক নয়। আমরা আমাদের ত্যাগ ও ইরাকি জনগণ এবং বিভিন্ন দল ও আন্তর্জাতিক সম্প্রদায় এবং বন্ধুদের সমর্থনে দায়েশকে পরাজিত করেছি। আমরা এর প্রশংসা করি।” গতকাল (সোমবার) ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সুদানি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৮৬টি দেশের সমন্বয়ে গঠিত জোটের আর প্রয়োজন নেই। আমরা যুদ্ধের সময় থেকে স্থিতিশীলতার পর্যায়ে চলে এসেছি। দায়েশ এখন আর রাষ্ট্রের জন্য হুমকি নয়। এটি বড় জোর মাদক চোরাচালান ও ফৌজদারি অপরাধের মতো নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর অংশ হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাক সফরের কয়েকদিন পর ইরাকি প্রধানমন্ত্রী এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭

ট্যাগ