ইসরায়েলের সাইবার সন্ত্রাস সম্পর্কে ইরান: এটি বৈশ্বিক হুমকি
(last modified Wed, 18 Sep 2024 14:43:21 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২০:৪৩ Asia/Dhaka
  • ইসরায়েলের সাইবার সন্ত্রাস সম্পর্কে ইরান: এটি বৈশ্বিক হুমকি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পক্ষ থেকে যোগাযোগের যান্ত্রিক মাধ্যম বা সিস্টেমে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে লেবাননের নাগরিকদের টার্গেট করার ঘটনাকে গণহত্যা বলে বর্ণনা করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন: "লেবাননে সন্ত্রাসী অভিযান ইহুদিবাদী শাসক ও তার ভাড়াটে দালালদের সম্মিলিত অভিযানের ধারাবাহিকতা এবং এটি সমস্ত নৈতিক ও মানবিক নীতি, আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।" তিনি  এই সন্ত্রাসী তৎপরতাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত, বিচার এবং শাস্তির বিষয় বলে মন্তব্য করেছেন।

কানয়ানি আরও বলেছেন: "এই সম্মিলিত সন্ত্রাসী অভিযান যা আসলে গণহত্যার একটি রূপ তা আবারও স্পষ্টভাবে প্রমাণ করে যে ইহুদিবাদী শাসকগোষ্ঠী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা করার পাশাপাশি আঞ্চলিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখোমুখি করেছে।"

তিনি জোর দিয়ে বলেন: "অতএব, ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এর থেকে উদ্ভূত হুমকির মোকাবিলা করা সুস্পষ্টভাবে অপরিহার্য  এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জায়নবাদী অপরাধী কর্মকর্তাদের দায়মুক্তির মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

এদিকে, আমির সাইদ ইরাভানি, ইসলামী ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি, লেবাননে ইসরাইলের সাইবার-সন্ত্রাসী অভিযানের নিন্দা করে বলেছেন: "এই আগ্রাসন ও জঘন্য অপরাধের জন্য ইসরাইলি শাসকগোষ্ঠীকে অবশ্যই জবাবদিহি করতে হবে।"

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে লেবাননের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সন্ত্রাসী অভিযানে ২ হাজার ৭৫০ জন আহত  ও ১১জন শহীদ হয়েছেন। #

পার্সটুডে/এমএএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ