ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় ইরান
‘আমাদের রাষ্ট্রদূতের ওপর হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’
লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল পেজার বিস্ফোরণের মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, এই হামলার মধ্যদিয়ে দখলদার ইসরাইল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন ঘটিয়েছে। গত মঙ্গল ও বুধবারের এসব হামলায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানি আহত হয়েছেন।
লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে গতকাল (শুক্রবার) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেন, এসব হামলার মধ্যে ইসরাইল আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন ঘটিয়েছে। তিনি বলেন, কূটনৈতিকদের রক্ষা করা আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি।
ইরানের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল এই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন এবং ১৯৭৩ সালের কূটনীতিকসহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের শাস্তি ও সুরক্ষা বিষয়ক কনভেনশন মারাত্মকভাবে লংঘন করেছে।
আমির সাঈদ ইরাভানি বলেন, ইরান প্রাথমিকভাবে হামলায় জড়িত অপরাধীদের কঠোরভাবে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে যেহেতু ইরান এই হামলার জবাব দেয়ার অধিকার রাখে সে কারণে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চলতি সপ্তাহে লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হামলার কারণে সংঘাত এখন লেবাননের ভূখণ্ড ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।