জম্মু ও কাশ্মীরে সেনা এনকাউন্টারে নিহত ২ গেরিলা  
(last modified Sat, 02 Nov 2024 11:54:51 GMT )
নভেম্বর ০২, ২০২৪ ১৭:৫৪ Asia/Dhaka
  • জম্মু ও কাশ্মীরে সেনা এনকাউন্টারে নিহত ২ গেরিলা  

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে যোৗথবাহিনীর অভিযানে দুই গেরিলা নিহত হয়েছে।

শ্রীনগরের খয়নার ও অনন্তনাগে গেরিলারা আত্মগোপন করে আছে এই খবর পাওয়ার পর সেখানে যৌথবাহিনী চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। অনন্তনাগে অভিযান চলাকালে সেনা জওয়ানদের এনকাউন্টারে নিহত হয় দুই গেরিলা।

শুক্রবার দুই পরিযায়ী শ্রমিক গেরিলাদের হাতে নিহত হওয়ার পর কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঐ দুই এলাকায় অভিযান শুরু করে। এখনও সেখানে গেরিলাদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

প্রায় দশ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছে। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লাহ। তবে ভোটের পরও শান্তি ফেরেনি উপত্যকায়। প্রায়ই গুলির লড়াই চলছে।#

পার্সটুডে/জিএআর/২