নাসরুল্লাহকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে ইরান বীর ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ইসলামি প্রজাতন্ত্র হবে বীর ফিলিস্তিনি ও লেবাননীদের কণ্ঠস্বর, যারা দখলদার ও অপরাধী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করছে।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে লেখা এক চিঠিতে একথা বলেছেন তিনি।
আরাকচি বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক শহরে আসার পর আমি আগ্রাসী ও অপরাধী ইহুদিবাদী ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিন এবং লেবাননের বীর জনগণের কণ্ঠস্বর হওয়াকে আমার ইসলামী ও মানবিক কর্তব্য বলে মনে করছি।"
তিনি আরো বলেন, পৈশাচিক ও রক্তপিপাসু তেল আবিব সরকার তার সাম্প্রতিক অপরাধ এবং সন্ত্রাসবাদের জঘন্য ও ভয়ঙ্কর পন্থা অবলম্বন করে মানুষ হত্যার মাধ্যমে আবারো প্রমাণ করেছে যে, তারা কোনো আন্তর্জাতিক মান ও বিধি-বিধান মানে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তারা অবৈধ ও দখলদারিত্বের লক্ষ্য অর্জন করতে চায়।
লেবাননের দাহিয়েহ এলাকায় ইসরাইলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিলসহ বেশ কয়েকজন সঙ্গীর হত্যার ঘটনায় হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর কর্মকর্তা ও যোদ্ধা এবং লেবাননের সরকার ও জনগণের প্রতি আরাকচি তার সমবেদনা জানান। গতকাল (শুক্রবার) ইবরাহিম আকিল ইসরাইলের বিমান হামলায় শহীদ হন।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।