‘ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে’
হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব শেখ নাঈম কাসেমকে স্বাগত জানাল ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হিসেবে শেখ নাইম কাসেমের নিয়োগকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার শেখ কাসেমকে হিজবুল্লাহর শুরা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নয়া মহাসচিব নির্বাচিত করা হয়। গত মাসের শেষদিকে লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ ইসরাইলি বিমান হামলায় সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর থেকে এক মাস হিজবুল্লাহর শীর্ষ পদটি খালি ছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই নিয়োগকে সন্ত্রাসী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধে ‘নয়া অধ্যায়’ বলে অভিহিত করেন। শেখ কাসেমকে উদ্দেশ করে লেখা এক বার্তায় তিনি বলেন, “আপনার নেতৃত্বে প্রতিরোধের বটবৃক্ষ অতীতের যেকোনো সময়ের তুলনায় আরো বেশি শক্তিশালী ও ফলদায়ক হবে।”
আরাকচি তার বার্তায় আরো বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহর ইচ্ছায় প্রতিরোধ যুদ্ধের ফ্রন্টলাইনগুলোতে লেবাননের সাহসী যুবকদের অকুতোভয় জিহাদ অচিরেই শয়তানের অক্ষশক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে চূড়ান্ত বিজয় এনে দেবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “বন্ধু এবং শত্রুরা একথা স্বীকার করতে বাধ্য হবে যে, প্রতিরোধ ফ্রন্ট পূর্ণ শক্তি নিয়ে জীবিত রয়েছে।” বার্তার শেষাংশে তিনি শেখ নাইম কাসেমের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।