আমেরিকা-ইরান যুদ্ধের উসকানি সৃষ্টিই নাসরুল্লাহ হত্যাকাণ্ডের উদ্দেশ্য
(last modified Sun, 29 Sep 2024 14:25:12 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২০:২৫ Asia/Dhaka
  • আমেরিকা-ইরান যুদ্ধের উসকানি সৃষ্টিই নাসরুল্লাহ হত্যাকাণ্ডের উদ্দেশ্য

গতকাল (শনিবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার পর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ একথা বলেন। তিনি বলেন, অনেক লোক বিশ্বাস করে যে, নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্য ছিল ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বাধিয়ে দেয়া যাতে পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে ঠেলে দেয়া যায়।

লাভরভ বলেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করা "শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এটি একটি খুবই নিন্দনীয় কাজ।"

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি মনে করি এবং অনেক লোক বলে যে, ইসরাইল সরাসরি আমেরিকাকে এর মধ্যে টেনে আনার জন্য ভিত্তি তৈরি করতে চায় এবং এই ভিত্তি তৈরি করার জন্য ইসরাইল ইরানকে উসকে দেয়ার চেষ্টা করছে। আমি মনে করি ইরানি নেতৃত্ব অত্যন্ত দায়িত্বশীল আচরণ করছে। এবং এটি প্রয়োজনীয়। এটি এমন একটি বিষয় যা আমাদের যথাযথভাবে লক্ষ্য করা উচিত।”

এদিকে, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতাকালে ল্যাভরভ বলেন, মধ্যপ্রাচ্য আবারো একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে। ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিান ল্যাভরভ। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ল্যাভরভ লেবাননে অমানবিক হামলার জন্য ইসরাইলের নিন্দা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ