৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০
https://parstoday.ir/bn/news/event-i142240-৮_ইহুদি_বসতি_স্থাপনকারী_নিহত_আহত_২০
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত আটজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং বিশ জন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০২, ২০২৪ ১১:২০ Asia/Dhaka
  • ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত, আহত ২০

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত আটজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং বিশ জন আহত হয়েছে।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় একদল ফিলিস্তিনি যোদ্ধা তেল আবিবের জাফা এলাকায় ঢুকে গুলিবর্ষণ শুরু করে। 

টিভি ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী কয়েক ব্যক্তি একটি রেল স্টেশনের বাতি বন্ধ করে দিয়ে গুলিবর্ষণ শুরু করে। 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধকামী সংগঠন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব হচ্ছে এই হামলা। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরাইলি গণহত্যায় এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু।#

 পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন