ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা: নেতানিয়াহু
(last modified Sun, 06 Oct 2024 04:19:51 GMT )
অক্টোবর ০৬, ২০২৪ ১০:১৯ Asia/Dhaka
  • ১ অক্টোবর ইসরাইলে ছোড়া হয় ইরানের ব্যালেস্টিক মিসাইল
    ১ অক্টোবর ইসরাইলে ছোড়া হয় ইরানের ব্যালেস্টিক মিসাইল

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গত সপ্তাহের প্রতিশোধমূলক হামলাকে ‘ইতিহাসের বৃহত্তম হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি শনিবার এক ভিডিও বার্তায় আরো বলেছেন, “ইরান দুই দফা ইসরাইলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।”

হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরুশনকে হত্যা এবং গাজা ও লেবাননসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এর আগে তেহরান গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার প্রতিশোধ নিতে ইসরাইল অভিমুখে অন্তত ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

নেতানিয়াহু দাবি করেছেন, “ইসরাইলের আত্মরক্ষা করার ও এসব হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে এবং তা সে করবেই।”

তবে তেহরান মঙ্গলবারের হামলা চালিয়েই বলেছিল, দখলদার ইসরাইল পাল্টা আগ্রাসন চালানোর চেষ্টা করলে এই অবৈধ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে।

নেতানিয়াহু তার ভিডিও বার্তার অন্যত্র দাবি করেন, এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে যেখানে যত হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ইরানের হাত ছিল।

তিনি এমন সময় এ দাবি করলেন যখন ইরান বারবার বলে এসেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের কোনো ‘প্রক্সি গ্রুপ’ নেই এবং যেসব প্রতিরোধ সংগঠন বর্তমানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা নিজেরা ইসরাইলের হাতে আক্রান্ত হওয়ার প্রতিশোধ নিচ্ছে মাত্র। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ