ইসলামাবাদ প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে!
https://parstoday.ir/bn/news/event-i142374
এসসিও বৈঠকে ইসলামাবাদ যাওয়ার আগেই নাম না করে পাকিস্তানকে বিঁধলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার দেশগুলির মিলিত মঞ্চ ‘সার্ক’-এর অগ্রগতি থমকে থাকার জন্য পাকিস্তানকেই দায়ী করেছেন তিনি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ১৮:৩৯ Asia/Dhaka
  • ইসলামাবাদ প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে!

এসসিও বৈঠকে ইসলামাবাদ যাওয়ার আগেই নাম না করে পাকিস্তানকে বিঁধলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার দেশগুলির মিলিত মঞ্চ ‘সার্ক’-এর অগ্রগতি থমকে থাকার জন্য পাকিস্তানকেই দায়ী করেছেন তিনি।

শনিবার এস জয়শঙ্কর বলেন, “গত কয়েক বছর ধরে সার্কের কোনও বৈঠক হচ্ছে না। কারণ, সার্কের একটি সদস্য দেশ প্রতিবেশী একটি দেশের সীমান্তে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।”

এর আগেও একাধিক আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ করেছে ভারত। এবারও পাকিস্তান সফরে যাওয়ার আগে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

উল্লেখ্য, চলতি মাসেই শাংহাই কো-অপারেশন অর্গানাইজশন (এসসিও)-র বৈঠকে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ঠিক তার আগেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে দায়ী করে সুর চড়ালেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে নেপালের কাঠমান্ডুতে সার্ক সদস্য রাষ্ট্রগুলির শেষ বৈঠক হয়েছিল।

এসসিও-র বৈঠকে যোগ দিতে পাকিস্তান গেলেও, সেখানে যে কোনও দ্বিপাক্ষিক আলোচনা হবে না বলে স্পষ্ট করে জানিয়েন জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘‘বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি।

আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/জিএআর/৬